
প্রবাসের খবর
কাতারে বাংলাদেশী ব্যবসাপ্রতিষ্ঠান গুডলাক সুপারমার্কেটের শুভ উদ্বোধন
আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি:
কাতারের রাজধানী দোহার প্রবাসী বাংলাদেশী অধ্যূষিত আল ওয়াতান সেন্টারের পিছনে আল ঘানিম এলাকায় বাংলাদেশী মালিকানাধীন শিকাদার গ্রুপের শাখা প্রতিষ্ঠান ‘গুডলাক সুপারমার্কেট’-এর শুভ উদ্বোধন হয়েছে । কমিউনিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে ফিতা ও কেট কেটে মার্কেটের শুভ উদ্বোধন করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ শিকদার ও জেনারেল ম্যানেজার ইফতেখার আহমেদ জিসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ,কে,এম, আমিনুল হক, ব্যবসায়ী হারুনুর রশীদ, মোজাম্মেল হোসেন, আইনুল করিম মজুমদার বাবু, প্রকৌশলী আমানত হোসেন, শাহাদাত হোসেন সহ আরও অনেকে। কোম্পানীর উদ্যোক্তা ইউসুফ শিকদার জানান, তারা স্বল্পমূল্যে দ্রুততম সময়ের মধ্যে তাজা শাক-সবজি, মাছ, ফল ও ভোগ্যপণ্য ক্রেতাদের সেবায় পৌঁছে দিতে সক্ষম। তিনি প্রবাসী বাংলাদেশীদের গুডলাক সুপারমার্কেট পরিদর্শন করার আহবান জানান। মুফতি সিরাজউল্লাহ আল মাদানীর দোয়া ও খাবার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।