প্রবাসের খবর

কাতারে বাংলাদেশী মুসলিম কমিউনিটির উদ্যোগে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

 আমিনুল হক কাজল কাতার প্রতিনিধি

৩০ আগস্ট রাতে কাতারের রাজধানী দোহার তারকা হোটেল সারাইয়া কর্ণিশ-এ নবগঠিত বাংলাদেশী মুসলিম কমিউনিটি কাতার এর উদ্যোগে তাদের প্রধান কার্যক্রম –‘ মহান আল্লাহর দ্বীনের দাওয়াত ও মানবতার সেবা’ কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে ইমাম, মুয়াজ্জিন, ইসলামী স্কলার, বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধান সমন্বয়ক মোহাম্মদ শাহজাহানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মুফতি ইব্রাহিম।

বিশেষ আলোচক ছিলেন ‘বাহরাইন তা’লীমূল কুরআন’-এর পরিচালক সালাউদ্দিন আহমেদ। মুফতি ফজলুর রহমান ত্বহা ও হাফেজ মাওলানা মাকসুদুল আরেফিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান, হাফেজ মুহাম্মদ উল্ল্যাহ, হাফেজ মাওলানা রেজাউল করিম। সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন ইমাম ও ক্বারী নূর মোহাম্মদ। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ফয়সাল মাহমুদ, মাহবুব রিয়াজ ও ডা. মাওলানা মাসুদ কায়সার। আলোচনা শেষে সদ্য প্রয়াত আল্লামা দেলোয়ার হোসেন সায়েদী (রহ) এর আত্মার মাগফেরাত কামনা, বিশ্ব মুসলিম উম্মার দুনিয়া ও আখিরাতের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন প্রধান আলোচক মুফতি ইব্রাহিম। নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button