প্রবাসের খবর

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কাতার শাখার অভিষেক ও সংবর্ধনা

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি

কাতারের রাজধানী দোহার ম্যাজিস্টিক হোটেলে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কাতার শাখার নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে ক্বারী মোহাম্মদ ইউসুফকে সভাপতি ও শায়েক মুহাম্মদ হারুন ওমরকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। শায়েখ মাওলানা তোয়াহা’র উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মাওলানা সালাউদ্দিন জাহাঙ্গীর।

 

প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কাতার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার এম শাখওয়াত খাঁন, মাওলানা ক্বারী সালমান রহমান, আলহাজ্ব কুতুবুদ্দিন জসিম, আলহাজ্ব ওয়াহিদুর রহমান, কামাল আহমেদ খান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় কাতারে ইমাম ও মুয়াজ্জিন নিয়োগ এখন স্থগিত আছে এবং তা পুনরায় কিভাবে চালু করা যায় তার কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহবান জানালে রাষ্ট্রদূত বিষয়টি আমলে নিয়ে এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। দেশ জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনা করে দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button