
প্রবাসের খবর
সৌদি আরবের আল হাসা শহরে অগ্নিকান্ডে ৭ বাংলাদেশী নিহত, রাষ্ট্রদূতের শোক প্রকাশ
অনলাইন ডেস্ক:
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল হাসা শহরের হুফুফ এর ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এক ফার্নিচার কারখানায় অগ্নিকান্ডে ৭ বাংলাদেশীসহ ৯জন নিহত হয়েছেন। এছাড়া আরও দুজন বাংলাদেশী আহত হয়েছেন। গতকাল (শুক্রবার) সন্ধ্যার সময় এ অগ্নিকান্ড ঘটে।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। দূতাবাসের শ্রম কল্যাণ উইং ঘটনাস্থলে থেকে নিহতদের মৃতদেহ মর্গে সংরক্ষণ ও আহতদের চিকিৎসার বিষয়ে সার্বিক দায়িত্ব পালন করছে।
অগ্নিকান্ডে নিহতদের মৃতদেহ হুফুফ এর কিং ফাহাদ হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে, এছাড়া আহত দুজন ও একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নাটোর জেলার বলে জানা গেছে। নিহত ৭ জন হলেন,
১- আরিফ মোঃ সাহাদাত
২- বারেক সরদার
৩- মোঃ শাকিল প্রামাণিক
৪- সাইফুল ইসলাম
৫-রুমান প্রামাণিক
৬-মোঃ ফিরুজ সরদার আলী
৭- মোঃ রব হোসাইন
নিহতদের মৃতদেহ সকল আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশে দ্রুত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।