
শাহাদাত আল মাহদী
সৌদি আরবের মক্কাতুল মুকাররমায় একটি অভিজাত হোটেলের হলরুমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কেরামদের উপস্থিতিতে গত ৭ জুলাই, শুক্রবার রাত ১০টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সৌদি জমিয়তের নব নির্বাচিত কমিটির দায়িত্বশীলদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করান বৃহত্তর সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আলেমম ও জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মাদ পুরের শায়খুল হাদীস মাওলানা মুজিবুর রহমান, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন হরিপুর বাজার মাদরাসার শায়খুল হাদীস প্রবীণ আলিমে দ্বীন মাওলানা আব্দুল কাদির বাগরখালী, আলোচনা পেশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী।
নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুকসিত ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলী নূর এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে জমিয়তের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম আশরাফী, বিশিষ্ঠ লেখক- গবেষক মাওলানা শাহ নজরুল ইসলাম, জমিয়তের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নূর আহমদ ক্বাসেমী, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সিলেট মহানগর জমিয়ত সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, হেমু মাদরাসার মুহতামিম মাওলানা জিল্লুর রহমান, সাবেক ছাত্র নেতা মাওলানা ফয়সাল আহমদ সহ বাংলাদেশের বেশ কয়েকজন দায়ীত্বশীল উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন।
জমিয়তে উলামায়ে ইসলাম সৌদি আরবের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমিন সাদিকের তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া প্রোগ্রামে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মাওলানা আব্দুল জলিল, উদ্বোধনী বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা জাকারিয়া আহমদ। বিষয় ভিত্তিক আলোচনা করেন অন্যতম সহসভাপতি মাওলানা মখলিছুর রহমান, সৌদি আরব জমিয়তের উপদেষ্ঠা মাওলানা সুহাইল আহমদ, মক্কা জমিয়তের আহবায়ক মাওলানা আনহার আলী। অতিথিদের আপ্যায়নসহ সংগঠনের লক্ষ্য বস্তুর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান আজমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান চৌধুরী, মাওলানা বিলাল আহমদ, সহ সাধারন সম্পাদক মাওলানা সালেহ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ, মাওলানা আরিফ রব্বানী, মাওলানা ফরিদ উদ্দিন খান, অর্থ সম্পাদক হাফিজ সালমান বিন বিলাল, প্রচার সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন প্রমুখ। অভিষেক অনুষ্ঠানে আসন্ন একবছর মেয়াদি কর্মসুচি পাঠ করেন সাংগঠনিক সম্পাদক আবুবকর মুহাম্মদ রিজওয়ান।
পরিশেষে দেশ-মিল্লাতের শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আগত অতিথি ও দায়িত্বশীলদের আপ্যায়ন শেষে শাখা সেক্রেটারি মাওলানা আব্দুল মুকসিত উপস্থিত সকলকে অভিনন্দন জানান।