প্রবাসের খবর

ওমান থেকে দেশে ফেরা হলো না রিয়াদের

অনলাইন ডেস্ক:

ওমানে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় ৩ তলা ভবন থেকে পড়ে দেলোয়ার হোসেন রিয়াদ (২৭) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টায় দেশটির দুখুম এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা রিয়াদকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিয়াদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

রিয়াদের বাবা আনোয়ার হোসেন বলেন, ‘২ বছর আগে ওমানে গিয়েছে রিয়াদ। সম্প্রতি বাড়ি আসার কথা ছিলো। আমার আদরের ছেলেটার আর বাড়ি আসা হলো না। সে অনেক স্বপ্ন দেখত। কিন্তু একি হয়ে গেলো। আমি রিয়াদের মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের সাহায্য চাই।’

সিরাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন বলেন, ‘খবর পেয়ে আমরা রিয়াদের বাড়িতে গিয়েছি। তার পরিবারের পাশে থাকব আমরা।’

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button