প্রবাসের খবর

সৌদির আকাশে নতুন চাঁদ, শুক্রবার ঈদ

সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দেশটিতে শুক্রবার (২১ এপ্রিল) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

একইসাথে চাঁদ দেখা গেছে মধ্যপ্রাচ্যের আরো দু’টি দেশ সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও। এ বছর দেশ তিনটিতে পবিত্র রমজান মাস ২৯ দিনের হলো।

অন্যদিকে ওমান বৃহস্পতিবার ঘোষণা করেছে যে দেশটিতে ঈদুল ফিতর শনিবার (২২ এপ্রিল) উদযাপিত হবে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, আগামী ২১ এপ্রিল শুক্রবার থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। ছুটি চার দিন থাকবে এবং ২৫ এপ্রিল (মঙ্গলবার) থেকে অফিস শুরু শুরু হবে।

সূত্র : আরব নিউজ ও গালফ নিউজ

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button