
কুমিল্লায় সোনার বাংলা এক্সপ্রেস দুর্ঘটনায় ৭ বগি লাইনচ্যুত
অনলাইন ডেস্ক:
কুমিল্লায় দুর্ঘটনায় পড়েছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। রোববার সন্ধ্যায় নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে মালবাহী একটি ট্রেনকে ধাক্কা দিয়ে প্রায় উল্টে যায় দ্রুতগামী এই ট্রেনটি। এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গুরুতর আহত হয়েছেন সোনার বাংলা ট্রেনের চালক। সোনার বাংলা এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন পূর্ব রেলের ডিভিশনাল ট্রাফিক অফিসার তারেক মোহাম্মদ ইমরান। এছাড়া মালবাহী ট্রেনের আরো দুটি বগি লাইনচ্যুত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হাসানপুর স্টেশনে একটি মালবাহী ট্রেন দাঁড়িয়েছিল। চট্টগ্রাম থেকে আসা সোনার বাংলা এক্সপ্রেস একই লাইনে এসে পেছন থেকে মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়ে উল্টে পড়ে। ইফতারের ঠিক পরপর এই ঘটনা ঘটে। এসময় স্টেশনে বিদ্যুৎ ছিল না।
জেনারেটরেও সমস্যা ছিল। এ কারণে সোনার বাংলা ট্রেনকে সঠিক সিগন্যালে নিতে পারেনি স্টেশন কর্মীরা। দুটি ট্রেন একই লাইনে উঠে যাওয়ায় সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় আহতদের কুমিল্লা, নাঙ্গলকোটের হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সোনার বাংলা ট্রেনে নির্বাচন কমিশনের ১২ জন কর্মকর্তাও ছিলেন। তারা সুস্থ আছেন বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে।