
প্রবাসের খবরসংগঠন সংবাদ
আগামীকাল রিলিজ হতে যাচ্ছে প্রবাসী নাশিদ ব্যান্ডের নতুন নাশিদ “নূরে রমজান”
সৌদিআরবে প্রতিষ্ঠিত ইসলামী সাংস্কৃতিক সংগঠন প্রবাসী নাশীদ ব্যান্ডের ব্যানারে “নূরে রমজান” শিরোনামে অসাধারন একটি নাশীদ আজ ১ এপ্রিল, শনিবার, বাংলাদেশ সময় রাত ৯:৩০ মিনিটে রিলিজ হবে। আব্দুস সামাদের কথা ও জনপ্রিয় শিল্পী আহমদ আব্দুল্লাহর মুগ্ধকর সুরে এতে কন্ঠ দিয়েছেন প্রবাসী নাশীদ ব্যান্ডের প্রধান পরিচালক মহিউদ্দিন মিয়াজী, পরিচালক আরিফ রব্বানী, নির্বাহী পরিচালক আহমাদ জোবায়ের ইবরাহিমী, সঙ্গীত পরিচালক আহমদ মাহফুজ। এতে সহযোগী হিসেবে কন্ঠ দিয়েছেন সহকারী পরিচালক মাসুম বিন মাহবুব, রাফিউদ্দিন মিয়াজি, ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ মোল্লা, আবৃত্তি পরিচালক শাহাদাত আল মাহদী, প্রচার পরিচালক আফজাল হোসাইন, নাসির গাজি প্রমুখ।
নাশীদটি Probashi Nasheed Band এর অফিসিয়াল ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।