প্রবাসের খবর

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক:

সৌদি আরবে মদিনা থেকে মক্কা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল রাতে মদিনা থেকে দেড়শ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বাংলাদেশি হলেন মুহাম্মদ ফোরকান সওদাগর ও মোস্তফা আলী। তারা জেদ্দার সাদী মার্কেটে ব্যবসা করতেন।

জানা গেছে, গত শনিবার জেদ্দা থেকে মদিনায় নবী করিম সা.-এর রওজা মোবারক জিয়ারতের উদ্দেশে রওনা দেন তারা। গতকাল রাতে জিয়ারত শেষে মক্কার উদ্দেশে রওনা দেন তরা। মদিনা থেকে প্রায় দেড়শত কিলোমিটার দূরে হঠাৎ গাড়িটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই মুহাম্মাদ ফোরকান সওদাগর ও মো. মোস্তফা আলী নিহন হন। এ ঘটনায় এক বাংলাদেশি আহত হয়েছেন।

নিহত মোস্তফা আলীর ভাতিজা মো. আলমগীর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত মুহাম্মদ ফোরকান সওদাগর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৮ নম্বর ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওর্য়াডের বাসিন্দা। মো. মোস্তফা আলী বাঁশখালী উপজেলার ৬ নম্বর কাতুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওর্য়াডের বাসিন্দা। গুরুতর আহত বাংলাদেশি মদিনার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ককক্সবাজার জেলার বাসিন্দা। বর্তমান নিহত দুই জনের লাশ সৌদির একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button