প্রবাসের খবর

কুয়েতে বাংলাদেশি টিকটকার গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

কুয়েতে ওয়াসিফ শান্ত নামে এক বাংলাদেশি টিকটকারকে গ্রেপ্তার করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয় একাধিক গণমাধ্যম আরব টাইম, আল রাই তাদের প্রকাশিত সংবাদে এই তথ্য নিশ্চিত করেছে।

গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি কুয়েতের জাতীয় ও স্বাধীনতা দিবসে উদযাপন অনুষ্ঠানে নিরাপত্তায় নিয়োজিত পুলিশের গাড়িতে পানি ভর্তি বেলুন ছুড়ে মেরে ভিডিও ধারণ করে সেই টিকটকার। পরে সেই ভিডিও টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। ভিডিওটি ভাইরাল হলে স্থানীয় প্রশাসনের নজরে আসে বিষয়টি। পরে স্থানীয় পুলিশ ওই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, দেশের আইন অনুযায়ী এই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নিবে স্থানীয় প্রশাসন। এছাড়া কুয়েতের বিভিন্ন শপিং মহল, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থানে অশালীন ভঙিতে ভিডিও ধারণ করতে দেখা যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা যেটা স্থানীয় আইনে নিষিদ্ধ ও অপরাধ। আবার অনেক সময় বাংলাদেশি, ভারত, নেপাল, ফিলিপাইনের টিকটক গ্রুপের সদস্যরা হোটেলে,পার্কে, ডিজে পার্টিসহ বিভিন্ন নামে পার্টির আয়োজন করতে দেখা যায়।

কুয়েতের কমিউনিটির নেতার মনে করেন এ ধরনের ঘটনায় বাংলাদেশ ও দেশটিতে বসবাসরত প্রবাসীদের সুনাম ক্ষুন্ন হচ্ছে। তাই স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং বিদেশে প্রবাসীদের কর্মকাণ্ডে দেশের সুনাম ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন।

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button