ইসলাম

এখন পর্যন্ত প্রায় ৫ মিলিয়ন বিদেশি ওমরাহ যাত্রী পবিত্র ওমরাহ পালন করেছেন

 

ফ ই ম ফরহাদ

সৌদি আরবের হজ্জ ও ওমরাহ মন্ত্রনালয় জানিয়েছে চলতি ওমরাহ মৌসুমে গত ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত ৪৮ লক্ষ ৪০ হাজার ৭ শত ৬৪ জন বিদেশী ওমরাহ যাত্রী ওমরাহ পালন করেছেন। ওমরাহ পালনের এ সংখ্যা গত বছরের চেয়ে বেশি।

হিজরী সাল অনুযায়ী ১ মহররম ১৪৪৪ তথা ইংরেজি ৩০ জুলাই ২০২২ ইং তারিখ হতে ওমরাহ মওসুম শুরু হয়েছে। তথ্য অনুযায়ী এ সব ওমরাহ যাত্রী জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমান বন্দর, সৌদি আরবের বিভিন্ন বর্ডার ও সমূদ্র বন্দরের মাধ্যমে সৌদি আরবে প্রবেশ করেছে।

ওমরাহ যাত্রীগণ ইতিপূর্বে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমান বন্দর ব্যতীত অন্য কোন বিমান বন্দর ব্যবহার করতে পারতেন না। কিন্ত মন্ত্রনালয়ের এক ফরমানের মাধ্যমে ওমরাহ যাত্রীগণ সৌদি আরবের যে কোন বিমান বন্দর ব্যবহার করতে পারবেন মর্মে আদেশ জারী করা হয়। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকল মহলকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। ওমরাহ পালন সহজীকরণের লক্ষে মন্ত্রণালয় এ উদ্যোগ গ্রহণ করে।

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button