প্রবাসের খবর

ওমরাহ পালনে এসে ফিরলেন লাশ হয়ে

অনলাইন ডেস্ক:

সৌদি আরবে ওমরাহ পালনে এসে মারা যাওয়া শফিকুর রহমান নামের এক বাংলাদেশির লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল শুক্রবার সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানে তার লাশ দেশে পাঠানো হবে।
শফিকুর রহমান বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলাস্থ নোয়াহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বাসিন্দা।
শফিকুর রহমানের আত্মীয় মো. আবদুস সাত্তার রাকিব জানান, গত ২৬ জানুয়ারি মোহাম্মদ শফিকুর রহমান পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব আছেন। ওমরাহ পালন শেষে রিয়াদে আসার পথে হঠাৎ বুকে ব্যাথা অনুভব হয় তার। এ সময় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button