
প্রবাসের খবর
সৌদি আরবের খোবারে পুরুষদের সেলুনে কর্মরত অবস্থায় এক ভারতীয় নারী গ্রেফতার
ফ ই ম ফরহাদ
সৌদি আরবের আল খোবারে পুরুষদের সেলুনে কর্মরত অবস্থায় এক ভারতীয় নারী গ্রেফতার করা হয়েছে। সৌদি জনসম্পদ মন্ত্রণালয়ের মুখ পাত্র সাদ আল হাম্মাদ ঐ ভারতীয় নারীর গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।
মুখপাত্র বলেন, সেলুনে নারী কর্মীরা সেবা দিচ্ছেন এমন বানিজ্যিক বিজ্ঞাপন দেখে মন্ত্রনালয়ের মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তারা ঐ সেলুনে হানা দিয়ে ঐ নারী কর্মীকে গ্রেফতার করে।
সৌদি জনসম্পদ আইন অনুযায়ী প্রাইভেট সেক্টরে নারী কর্মীদের পুরুষদের সেবা ধর্মী কাজে ব্যবহার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।