
সিরিয়ায় প্রায় ১ কোটি ৩৬ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে আমিরাত
অনলাইন ডেস্ক:
ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় প্রায় ১ কোটি ৩৬ লাখ মার্কিন ডলার মূল্যের মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) । সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, গতকাল স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তে তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে একটি শক্তিশালী ভূমিকম্প হয়। ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে দুই দেশে চার হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, তুরস্কে নিহতের সংখ্যা ২ হাজার ৯২১ জন। আহত ১৫ হাজার ৮৩৪ জন। সিরিয়ায় ১ হাজার ৪৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ৪১১ জন। ভূমিকম্পে উভয় দেশেরই হাজার হাজার বাড়ি ধসে পড়ে, যার মধ্যে অনেক উঁচু ভবনও রয়েছে।
ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকাজে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকালের ভূমিকম্পের পর তুরস্ক ও সিরিয়াকে সহায়তার ঘোষণা দিয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা। তুরস্কে কেউ কেউ ইতোমধ্যে সহায়তা কার্যক্রম শুরু করেছে।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম গতকাল সিরিয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি মানবিক সহায়তার নির্দেশ দিয়েছেন।
সংযুক্ত আরব আমিরাত তুরস্ককে সহায়তার অংশ হিসেবে ইতোমধ্যে দেশটির দক্ষিণে আদানা বিমানবন্দরে একটি বিমান পাঠিয়েছে। বিমানটিতে একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং চিকিৎসা সরঞ্জাম রয়েছে।
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা তুরস্কে একটি ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। এছাড়া তারা সিরিয়ায় অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠাবে। তারা দেশে জরুরি ত্রাণ ও সহায়তা পাঠাবে। গতকাল সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান সিরিয়া ও তুরস্কের নেতাদের ফোন দিয়েছেন। তিনি শোক প্রকাশ করেছেন।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, আল-নাহিয়ান এই ভয়াবহ মানবিক সংকটে সিরিয়া ও তুরস্কের জন্য সংযুক্ত আরব আমিরাতের সমর্থনের উপর জোর দিয়েছেন। তিনি ভূমিকম্পের প্রভাব প্রশমিত করতে সিরিয়া ও তুরস্কের প্রচেষ্টায় যেকোনো সহায়তার প্রস্তাব দেন।
সংযুক্ত আরব আমিরাত ২০১৮ সালের ডিসেম্বরে সিরিয়ার রাজধানীতে তার দূতাবাস পুনরায় চালু করেছে। গত বছরের মার্চে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সংযুক্ত আরব আমিরাত সফর করেন। সিরিয়ায় দশকব্যাপী গৃহযুদ্ধের মধ্যে এটি ছিল কোনো আরব দেশে তার প্রথম সফর।