
সৌদি প্রতিষ্ঠা দিবসে দুই দিন ছুটি ঘোষনা
ফ ই ম ফরহাদ
সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এ বছর দুই দিন ছুটি ঘোষনা করা হয়েছে।আগামী ২২ ফেব্রুয়ারী সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস। ১৭২৭ সালের এই দিনে ইমাম মোহাম্মদ বিন সৌদের নেতৃত্বে সৌদি আরব প্রতিষ্ঠিত হয়। গত বছর (২০২২) থেকে এক রাজকীয় ফরমানের মাধ্যমে প্রতিষ্ঠা দিবসকে আলাদা ভাবে রাষ্ট্রীয় ভাবে উদযাপন শুরু করে। সে মোতাবেক এ বছর দ্বিতীয় বারের মত সৌদি আরব প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে।
সৌদি আরবের সকল সরকারী, আধা সরকারী ও স্বায়ত্ব শাষিত প্রতিষ্ঠানকে এ দিবস যথাযথ ভাবে উদযাপনের জন্য ইতিমধ্যে রাষ্ট্রীয় ফরমান জারী করা হয়েছে। এ দিবস উপলক্ষে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল ভিত্তিক গোত্রগুলো তাদের নিজস্ব ইতিহাস ও ঐতিহ্যের আলোকে পোষাক ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করে।
২৩ সেপ্টেম্বর সৌদি আরবের জাতীয় দিবস উযাপন করা হয়ে থাকে। গত বছর থেকে নতুন করে ২২ ফেব্রুয়ারী প্রতিষ্ঠা দিবস উদযাপন করা শুরু হল।