জেলা সংবাদ

মক্কা শরিফের ইমামের ইমামতিতে জুমার নামাজ আদায় করলেন ফেনীর ৫০ হাজার মুসল্লি

অনলাইন ডেস্ক:

ফেনীর দাগনভূঞায় পবিত্র মক্কা শরিফের মসজিদে রেফায়ির খতিব শায়েখ মুতাসিম বিল্লাহ রা’ফাতের ইমামতিতে জুমার নামাজে অর্ধ লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

শুক্রবার উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসার নবম আন্তর্জাতিক ইসলামি সম্মেলনে জুমার নামাজ পড়ান তিনি।

এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম মোজাম্মেল হক এমপি।

জানা যায়, ৫ ও ৬ জানুয়ারি দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলনে রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসার মুহতামিম ও এনটিভি লন্ডনের উপস্থাপক মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানি।

সম্মেলনে আলোচক ছিলেন- আল্লামা মুফতি ওমর ফারুক সন্দিপী, শায়েখ ফরিদ উদ্দিন আল মোবারক, আল্লামা খালেদ সাইফুল্লাহ, মুফতি আহমদ উল্লাহ, মুফতি শামীম মজুমদার, মুফতি ইলিয়াস বিন নাজিম, মুফতি ইউসুফ কাসেমী।

কলরবের প্রধান পরিচালক আবু সুফিয়ানের সঞ্চালনায় সম্মেলনে অতিথি ছিলেন- পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক আলহাজ্ব মো: মাহবুব হোসেন, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, দাগনভূঞা থানার ওসি হাসান ইমাম ও অ্যাডভোকেট এম শাহজাহান সাজু।

জুমার নামাজে খুতবায় পবিত্র মক্কা শরিফের মসজিদে রেফায়ির খতিব শায়েখ মুতাসিম বিল্লাহ রা’ফাত মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করেন।

অনুষ্ঠানের একটি আকর্ষণ ছিল ইরান থেকে আগত ক্বারি সাঈদ তুসীর সুললিত কণ্ঠের কুরআন তেলাওয়াত। এছাড়া ইসলামি সংগীত পরিবেশন করে কলরব শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

জুমার নামাজে আগত মুসল্লি শরিফুল ইসলাম জানান, একসাথে অনেক লোকের জুমার নামাজ আদায় আসলে সৌভাগ্যের বিষয়। এছাড়া এ নামাজের ইমামতি করেছেন মক্কা শরিফের ইমাম সাহেব এজন্যই অনেক দূর থেকে এসেছি।

মুসল্লি সফিউর রহমান বলেন, আমি ধলিয়া থেকে এসেছি এখানে নামাজ আদায় করার জন্য। মক্কার ইমামকে দেখেছি। নামাজ আদায় করেছি, মন প্রশান্ত হয়েছে।

আয়োজক মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীর জানান, নবম বারের মতো এই মহাসম্মেলন অনুষ্ঠিত হলো। এবারের সম্মেলনে অন্তত ৫০ হাজারেরও বেশি মুসল্লি অংশগ্রহণ করেন এবং একসাথে জুমার নামাজ আদায় করেন।

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button