জাতীয়প্রবাসের খবর

১৬ ডিসেম্বর মদীনায় প্রবাসী নাশীদ ব্যান্ডের সাংস্কৃতিক অনুষ্ঠান

“গাইবো মোরা সত্যের গান,অপসাংস্কৃতির হবেই অবসান” এই স্লোগানে আত্ম প্রকাশ ঘটা প্রবাসী নাশীদ ব্যান্ডের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল ১৬ ডিসেম্বর শুক্রবার সন্ধা ৭টায় মদীনার ঐতিহ্যবাহী একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএমসি গ্রুপের চেয়ারম্যান ও নাশীদ ব্যান্ডের প্রধান পৃষ্ঠপোষক জনাব আব্দুল্লাহ আল মামুন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মদীনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর সাদিকুর রহমান, জার্মান হসপিটাল মদীনার শিশু বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি জনাব মাওলানা শাহাব উদ্দিন, রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাকির হোসাইন, ইন্সুরেন্স সোস্যালিষ্ট জনাব তানভীর আহমেদ প্রমুখ।

প্রোগ্রামের ব্যবস্থাপক নাশীদ ব্যান্ডের প্রকাশনা পরিচালক ইসমাইল মিয়াজী বলেন, আমরা কমিউনিটি সেন্টারটিতে শতাধিক মানুষের বসার ব্যবস্থা করেছি। উন্নত সাউন্ড ও সুন্দর মঞ্চ সাজানোর পূর্ন প্রস্তুতি নেয়া হয়েছে। ইনশাআল্লাহ মদীনাবাসী কে আমরা চমৎকার কিছু উপহার দিতে পারবো।

অনুষ্ঠানে মনোমুগ্ধকর সঙ্গীত গেয়ে মুগ্ধ করবেন নাশীদ ব্যান্ডের প্রধান পরিচালক মহিউদ্দীন মিয়াজী, পরিচালক আরিফ রব্বানী, নির্বাহী পরিচালক আহমাদ জোবায়ের ইবরাহিমী, সহকারী পরিচালক মাসুম বিন মাহবুব, রাফি উদ্দিন মিয়াজী, সঙ্গীত পরিচালক আহমেদ মাহফুজ, সহ-সঙ্গীত পরিচালক ইলিয়াস সালমান, ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ মোল্লাসহ অন্যান্য শিল্পীরা।

অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন
নাশীদ ব্যান্ডের আবৃত্তি ও উপস্থাপনা পরিচালক,শাহাদাত আল মাহদী।

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button