জাতীয়

জি এম কাদের আপাতত জাপার দায়িত্ব পালন করতে পারবেন না

অনলাইন ডেস্ক:

গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের দায়িত্ব পালন ও সিদ্ধান্ত গ্রহণে নিষেধাজ্ঞা বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত চেয়ে জেলা জজ আদালতে করা আবেদন আগামী ৯ জানুয়ারি শুনানি করে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ বুধবার এ আদেশ দেন। আদালতে জি এম কাদেরের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম ও আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

আদেশের পর সাঈদ আহমেদ রাজা সাংবাদিকদের বলেন, হাইকোর্ট যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে জিএম কাদের দলের চেয়ারম্যান হিসেবে আপাতত দায়িত্ব পালন করতে পারবেন না।

এর আগে গত ৩০ নভেম্বর জি এম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে হাইকোর্টের স্থগিতাদেশ ৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেন চেম্বার আদালত। ওই আদেশের ফলে জি এম কাদেরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ বহাল থাকে।

জাতীয় পার্টি থেকে বহিস্কারের পর গত ৪ অক্টোবর সাবেক এমপি জিয়াউল হক মৃধা চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতে ৩০ অক্টোবর জিএম কাদেরকে গঠনতন্ত্রের আলোকে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার অস্থায়ী নিষেধাজ্ঞা দেন ঢাকার যুগ্ন জেলা আদালত।

মামলার অভিযোগে বলা হয়, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। এরপর বিবাদী জি এম কাদের হাইকোর্ট বিভাগের একটি রিট মামলা বিচারাধীন থাকার পরও জাল-জালিয়াতির মাধ্যমে ওই বছরের ২৮ ডিসেম্বর কাউন্সিল করে নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরিও দেখুন
Close
Back to top button