জেলা সংবাদ

পারিবারিক ঝগড়ায় বাবাকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক:

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লায় কিবরিয়া ফকির (৫৫) নামক এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে গুরুতর অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিবরিয়া ফকির ছিলাধরচর মহল্লার মৃত আদেল ফকিরের ছেলে।
নিহত কিবরিয়া ফকিরের স্বজনরা জানান, পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে ছেলে নাইম ফকির (২০) তার বাবেকে কোপান। আর এ কারণেই তার মৃত্যু হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নিহত কিবরিয়ার গলায়, ঘাড়ে, পিঠে, কানে একাধিক কোপের চিহ্ন রয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button