জেলা সংবাদ

নামাজ শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধ আজিজের

অনলাইন ডেস্ক:

টাঙ্গাইলের ধনবাড়ীতে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে ধনবাড়ী থানার সামনের এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম আব্দুল আজিজ (৮০)। তিনি পৌর শহরের খাসপাড়া গ্রামের মৃত আমরুল্লাহ ফকিরের ছেলে।
থানা পুলিশ ও পথচারী সূত্রে জানা যায়, আব্দুল আজিজ খাসপাড়া মসজিদে ফজরের নামজ পড়ে বাড়ি যাচ্ছিলেন। সে সময় জামালপুরগামী আলুভর্তি ট্রাক তাকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলইে আজিজের মৃত্যু হয়। ট্রাক চালক ও সহকারী পালিয়ে যায়।

ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (ওসি) তদন্ত মো. ইদ্রিস আলী বলেন, মরদের উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়।

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button