জেলা সংবাদ

নড়াইলে নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু, নিখোঁজ ৮

অনলাইন ডেস্ক:

নড়াইলের কালিয়ায় নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো আটজন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাহিরডাঙ্গা ও পার বাহিরডাঙ্গা গ্রামের মধ্যবর্তী নবগঙ্গার মাঝ নদীতে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাজমা বেগম (৩০) ও তাদের ছেলে নাসিম (২)।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, পার বাহিরডাঙ্গা গ্রামে নাজমার দাদির মৃত্যুর খবর শুনে ১৮-২০ জন আত্মীয়-স্বজন ও প্রতিবেশী বাহিরডাঙ্গা গ্রাম থেকে নৌকাযোগে রওনা দেন। অতিরিক্ত যাত্রী থাকার কারণে নবগঙ্গার মাঝ নদীতে নৌকাটি ডুবে যায। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা নাজমা ও তার ছেলের লাশ উদ্ধার করেন। এখনো আট থেকে ১০ জন নিখোঁজ রয়েছেন।

কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুল হান্নান বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে। এখনো নিখোঁজ আট থেকে ১০ জন। নদীতে স্রোতের কারণে আমাদের উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে।


এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button