
মদীনায় প্রবাসী নাশীদ ব্যান্ডের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান
“গাইবো মোরা সত্যের গান,
অপসাংস্কৃতির হবেই অবসান”
এই স্লোগানকে সামনে রেখে প্রবাসী নাশীদ ব্যান্ডের অভিষেক ও বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৬ ডিসেম্বর শুক্রবার সন্ধা ৭টায় মদীনার ঐতিহ্যবাহী একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমসি গ্রুপের চেয়ারম্যান ও নাশীদ ব্যান্ডের প্রধান পৃষ্ঠপোষক জনাব আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি ছিলেন মদীনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর সাদিকুর রহমান।
সভাপতি ছিলেন প্রোগ্রামের ব্যবস্থাপক,নাশীদ ব্যান্ডের প্রকাশনা পরিচালক,ইসমাইল মিয়াজী।
শাহাদাত আল মাহদীর সঞ্চালনায়
অনুষ্ঠানে মনোমুগ্ধকর সঙ্গীত গেয়ে মুগ্ধ করেন নাশীদ ব্যান্ডের প্রধান পরিচালক মহিউদ্দীন মিয়াজী,পরিচালক আরিফ রব্বানী, নির্বাহী পরিচালক আহমাদ জোবায়ের ইবরাহিমী, সহকারী পরিচালক মাসুম বিন মাহবুব,
সঙ্গীত পরিচালক আহমেদ মাহফুজ,সহ-সঙ্গীত পরিচালক ইলিয়াস সালমান,ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ মোল্লাসহ অন্যান্য শিল্পীরা।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন,রাফি উদ্দিন মিয়াজী এবং হাফেজ মোঃ উবাইদুল্লাহ।