
জামিনে মুক্তি পেলেন হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী
অনলাইন ডেস্ক:
দীর্ঘ ২০ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন হেফাজতের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। হেফাজতের যুগ্ম-সম্পাদক আল্লামা মুহিউদ্দিন রাব্বানী তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে উচ্চ আদালতের জামিনে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
জানা যায়, ২০২১ সালের ১২ এপ্রিল সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ফেরার পথে হাটহাজারীর বালুচরা এলাকা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় হেফাজত নেতা ও নেজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে। পরদিন মতিঝিল থানায় ২০১৩ সালের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর ২০১৩ ও ২০২১ সালের সর্বমোট ২৯টি মামলায় শ্যোন-অ্যারেস্ট দেখানো হয় তাকে। ২৯টি মামলায় ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন মেয়াদে সর্বমোট ৫১ দিন রিমান্ডে ছিলেন তিনি। দীর্ঘ ১৮ মাস পর উচ্চ আদালত থেকে ২৯টি মামলার জামিন নিয়ে বের হওয়ার আগমুহূর্তে নতুন আরেকটি মামলায় গ্রেফতার দেখিয়ে আটক রাখা হয় তাকে।
উল্লেখ্য, গতকাল শনিবার বিকেলে গণভবনে হেফাজতের মহাসচিবসহ কেন্দ্রীয় ১১ নেতা প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে কারাগারে থাকা নেতাদের মুক্তির দাবি জানিয়েছিলেন। এরপর আজ বিকেলে সচিবালয়ের এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেফাজতে ইসলামের যৌক্তিক দাবিগুলো অবশ্যই দেখবেন।’