জাতীয়প্রবাসের খবর

প্রবাসীদের নিয়ে মাহবুব আলমের কন্ঠে আসছে নতুন নাশিদ

শাহাদাত আল মাহদী

মাহফুজুল আলম,ইসলামি সংগীত নিয়ে কাজ করতেন কলরবে। হঠাৎ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। ২০ জুলাই২০২১ সকালে জ্বরের মাত্রা বেশি হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ২৩ বছর। ২০ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকাহত কলরব শিল্পীগোষ্ঠীসহ অগণিত ইসলামি সংগীত প্রেমিক ও ভক্তরা।
তার ইন্তেকালে ইসলামী সঙ্গীত জগতের অপূরনীয় ক্ষতি হয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে বর্তমানে মাহফুজুল আলমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তার ছোটভাই মাহবুবুল আলম ইসলামী সঙ্গীত নিয়ে কাজ করছেন।
এরমধ্যে মাহফুজের স্বৃতি নিয়ে গাওয়া সঙ্গীত “ও আমার ভাই”বেশ সাড়া ফেলেছে।

মাহবুব আলম বলেন,বাবার মৃত্যুর পরে যখন মাহফুজ ভাইয়া প্রিয় বাবা গানটি গেয়েছিলো এর কিছুদিন পরে আমিও বাবার স্মরণে প্রিয় বাবার গানটি কভার করেছিলাম,গানটি রিলিজ হওয়ার পরে ভাইয়া আমাকে অনেক উৎসাহ দিয়ে বলেছিলো যে তুই যদি আরেকটু সময় ও শ্রম দিস তাহলে আমার মতই হতে পারবি ইনশা আল্লাহ,তার উৎসাহ পেয়ে তখন থেকেই ইচ্ছে ছিলো যে মাঝে মাঝে কিছু গান করবো কিন্তু কোন ভাবেই সময় হচ্ছিলোনা, কিছুদিন গান করা হয়নি হঠাৎ ভাইয়ার আকস্মিক মৃত্যুর পরে ভাইয়ার স্মরনে গানের মাধ্যমে আমার অনুভুতি গুলো তুলে ধরার চেষ্টা করি এর পর থেকেই সবার অনুরোধে থেকে গেলাম গানের জগতে।

ইতিমধ্যেই তার মোট ৭টি নাশীদ রিলিজ হয়েছে, গীতিকার হোসাইন নুর,যুবায়ের সিফাত। সুরকার এইচ আহমাদ। কম্পোজার মাহফুজ ভাই,তানভির হাসান। ডিরেক্টর শাহিন ভাই,তানভির হাসান।
ইনশা আল্লাহ অতিশীঘ্রই তার কন্ঠে প্রবাসী ভাইদের নিয়ে একটি নতুন নাশিদ আসছে।

তার ভবিষ্যত পরিকল্পনার কথা জানতে চাইলে বলেনঃ
আমি আমার কাজগুলোকে সারা বিশ্বে তুলে ধরতে চাই,এবং ইসলামি সংস্কৃতিকে সবার মাঝে তুলে ধরে আরো সামনে এগিয়ে নিতে চাই!

সে ইসলামাবাদ মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছে( ২০১৪ সালে )। মাধবদি মহাবিদ্যালয় থেকে ইন্টার পাশ করেছে ( ২০১৬ সালে )। বর্তমানে বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্স করছে।

আপনার ভক্তদের নিয়ে কিছু বলেন

তারা আমার পাশে যেভাবে থাকছে সেভাবেই যেন আমার সাথে সবসময় থাকে এবং তাদের কাছে আমি দোয়া চাই যেন সবসময় তাদের মনের মত নাশীদ উপহার দিতে পারি, এবং মাহফুজ ভাইয়ার জন্য সবার দোয়া চাই।

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button