
প্রবাসের খবরসংগঠন সংবাদ
“প্রবাসী নাশীদ ব্যান্ড” দাম্মাম শাখার উদ্বোধনী অনুষ্ঠান এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশের বিশিষ্ট নাশিদশিল্পীদের সবচেয়ে বড় প্লাটফর্ম
“প্রবাসী নাশীদ ব্যান্ড” দাম্মাম শাখার অনুষ্ঠান উদ্বোধনী এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার ২৩ই সেপ্টেম্বর দাম্মামের একটি হোটেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় দাম্মাম শাখার সদস্যরা এক সাথে কাজ করার অঙ্গীকার করেছেন।
দাম্মাম শাখার প্রতিনিধি প্রধান,হাফেজ “আব্দুল্লাহ বিন সাঈদ সুরুর”এর নেতৃত্বে প্রবাসী নাশীদ ব্যান্ড দাম্মাম শাখার কার্যক্রম পরিচালিত হবে ইনশাআল্লাহ।
বৈঠকে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় নাশিদশিল্পী আরিফ রব্বানী, গীতিকার ও সঙ্গীত শিল্পী আহমাদ জুবায়ের ইবরাহিমী ও আবৃত্তিকার,উপস্থাপক শাহাদাত আল মাহদী।