প্রবাসের খবর

জমিয়তে উলামায়ে ইসলাম রিয়াদ এর ঈদ পুনর্মিলনী,অভিষেক ও শপথ অনুষ্ঠান

জমিয়তে উলামায়ে ইসলাম রিয়াদ সৌদিআরব এর ঈদ পুনর্মিলনী, নব গঠিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ৩ মে মঙ্গলবার রিয়াদের হাইয়ার রওদায় সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা আব্দুল মুকসিত এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কন্ফারেন্সে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।

বক্তাদ্বয় রিয়াদ জমিয়তের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, সৌদিতে রিয়াদ জমিয়ত মডেল একটি শাখা হিসেবে আমাদের কাছে পরিচিত। জমিয়তের ইতিহাস ঐতিহ্য নিয়ে দীর্ঘ বক্তব্য শেষে উপস্থিত সবাইকে সবসময় জমিয়তের কাজে সময় দেবার জন্য অনু্প্রেরণা যোগান। এসময় উপস্থিত রিয়াদের সকলের পক্ষ থেকে মেহমানদ্বয়ের কৃতজ্ঞতা জানানো হয়।

অভিষেক অনুষ্ঠান পরবর্তীতে উপস্থিত দায়িত্বশীল ও কর্মীদের শপথ বাক্য পাঠ করান রিয়াদ জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান।

উপস্থিত দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাওলানা মোবারক উল্লাহ, যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা আলীনূর, সহ-সাধারন সম্পাদক হাফিজ আহমদ শামস, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়েরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ রব্বানী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরিদ আহমদপ্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। এতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। সহ-অফিস সম্পাদক এনামুল হকের সূচিত তিলাওয়াত এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহমদ মাহফুজের সুললিত কন্ঠে সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক হাফিজ জাকওয়ান আহমদ, সহ-প্রচার সম্পাদক মাওলানা আফজাল হুসাইন,  অর্থ সম্পাদক মাওলানা নূর হোসেন, সহ-অর্থ সম্পাদক মাওলানা গুলজার আহমদ, সহ-অর্থ সম্পাদক মাওলানা সাখাওয়াত হুসাইন শরীফ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, নির্বাহী সদস্য হাফিজ শিহাব উদ্দিন, ইসলামুল হক, মঞ্জুরুল ইসলাম, মিজানুর রহমান, আবু তাহের, মাওলানা লুকমান আহমদ, তুহিন আহমদ, মুহাম্মদ আলী, মামুন আহমদ, মাসরুর আহমদ, জুবায়ের আনওয়ার, হাফিজ আরিফ উদ্দিন, আব্দুল মালিক, মুহাম্মদ আলী, তাসনিম আহমদ, ইমান হোসেন প্রমুখ।
পরিশেষে মোনাজাত ও রাতের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button