প্রবাসের খবর

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ কাতার চ্যাপ্টারের ইফতার ও দোয়া মাহফিল

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি

মহামারী করোনা ভাইরাসের কারণে পরস্পর বিচ্ছিন্ন, বির্পযস্ত ও হতোদ্যম কাতার প্রবাসীদের মাঝে নানা বিধিনিষেধ ওঠে যাওয়ায় রমজানের শুরুতেই একসাথে তারাবিহ ও ইফতার করতে পেরে প্রবাসীদের মধ্যে প্রাণোচ্ছ্বাস দেখা যায়। এরই অংশ হিসেবে সপ্তম রমজানে গোল্ডেন ওশেন হোটেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আই.ই.বি) কাতার চ্যাপ্টার আয়োজিত ইফতার মাহফিল প্রবাসীদের একটি প্রাণোচ্ছল মিলন মেলায় পরিণত হয়। সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ হাফিজ উদ্দিন ঢালীর সার্বিক ব্যবস্থাপনায় এবং ভাইস চেয়ারম্যান প্রকৌশলী বি.এম কামাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান গাজী মোহাম্মদ বদরুদ্দোজা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসিম উদ্দিন,এনডিসি। বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা ফরিদ আহমদ। প্রকৌশলী ড.কাজী মঞ্জুর খোদা ও প্রকৌশলী ওবায়দুর রহমানকে ক্র্যাস্ট প্রদানের মাধ্যমে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। দোয়া,ইফতার ও বুফে খাবার এর মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। অন্যান্য প্রকৌশলীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মাহমুদুল হাসান ভূজ্ঞা, মোঃ সাইফুল ইসলাম, আনসার আলি মণ্ডল ,শামসুর রাহমান, আনোয়ার হোসেন মল্লিক, আব্দুল আলিম, মনছুরুল কবীর মুন্সি, ইঞ্জিনিয়ার আব্দুল আওয়াল, মোঃ আশরাফ চৌধুরী , শিহাব নজরুল,ওয়াশিকুর রহমান প্রমুখ । অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান কাউন্সিলর মাহবুবুর রহমান, আই.ই.বি’র সাবেক চেয়ারম্যান প্রকৌশলী শফিকুল আলম, জালাল আহমদ, বাংলাদেশ এম এইচ এম স্কুল এন্ড কলেজের পরিচালক লেঃ কমাঃ মোঃ আনোয়ার খুরশীদ, এম বি এ (অব.), বাংলাদেশ কমিউনিটির সভাপতিমণ্ডলীর সদস্য সফিকুল ইসলাম তালুকদার বাবু, বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতারের সভাপতি আমিনুল হক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহেদুল ইসলাম, এ্যারাবিয়ান এক্সচেঞ্জের মহাব্যবস্থাপক নুরুল কবির চৌধুরী, ব্যবসায়ী শামসুল আলম, সহ শতাধিক প্রকৌশলী, তাদের পরিবারবর্গ ও কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button