
রমজানে ২০ দিনব্যাপী দা’ওয়াহ কোর্স
মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. প্রতিষ্ঠিত দাওয়াতী সংগঠন ‘পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ’ এবারের রমজানে ২০ দিনব্যাপী ‘দাওয়াহ ও তুলনামূলক ধর্মতত্ত্ব কোর্স’ এর আয়োজন করেছে। মিরপুর-১১ পলাশনগরে অবস্থিত গবেষণামূলক উচ্চতর দাওয়াহ ও শিক্ষা প্রতিষ্ঠান ‘শায়খ জামিল মাদরাসা’য় ১লা রমজান থেকে ২০ রমজান পর্যন্ত এ কোর্স অনুষ্ঠিত হবে। কোর্সে থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি। কোর্সে যেসব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে—
০১. দা’ওয়াহ’র পরিচয়, গুরুত্ব ও প্রয়োজনীয়তা, ০২. দা’ওয়াহ’র বৈশিষ্ট্য ও আরকান, ০৩. দা’ওয়াহ’র উসূল ও মানহাজ, ০৪. দা’ওয়াহ’র তারীখ ও ইতিহাস, ০৫. আদইয়ানে বাতিলা : পরিচয় ও মতাদর্শ, ০৬. ফিরাকে বাতিলা : পরিচয় ও মতাদর্শ, ০৭. ইসলাম ও অন্যান্য ধর্মসমূহের মাঝে তুলনামূলক বিশ্লেষণ, ০৮. অমুসলিমদের মাঝে দাওয়াহ কাজের পদ্ধতি, ০৯. নাস্তিক্যবাদ, সংশয়বাদ ও ধর্মহীনতায় পতিতদের দাওয়াতদানের পদ্ধতি, ১০. আকীদায়ে খতমে নবুওয়াত, ১১. ইসতিশরাক ও প্রাচ্যবাদ, ১২. মাকাসিদুশ শরীআহ বা ইসলামী শরীআহ’র লক্ষ্য-উদ্দেশ্য, ১৩. দাওয়াহ ও মিডিয়া, ১৪. সমকালীন মুসলিম দাঈগণ ও তাঁদের দাওয়াত পদ্ধতি, ১৫. আধুনিক প্রেক্ষাপটে দ্বীনি দাওয়াতের পথ ও পদ্ধতি, ১৬. দা’ওয়াহ’র পথে বাধা ও অন্তরায়সমূহ। কোর্সের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. এর খলীফা ও পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের প্রধান উপদেষ্টা শায়খ মাওলানা মুহাম্মাদ সালমান, সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমীর ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের লেকচারার শায়খ ড.শহীদুল ইসলাম ফারুকী এবং কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন শায়খ জামিল মাদরাসার পরিচালক মুফতী আবুল কাসেম মুহাম্মদ তাজুল ইসলাম। কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে। কোর্সটিতে অংশগ্রহণ করতে চাইলে নিম্নের নাম্বারে যোগাযোগ করুন— 01976919780, 01865960077
বার্তা প্রেরক আনওয়ার হুসাইন আরেফি অফিস সহকারী পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ