প্রবাসের খবর

কাতারে ব্রাহ্মণবাড়িয়া ফ্রেন্ডস ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জার্সি উন্মোচন

আমিনুল হক কাজল কাতার প্রতিনিধি

প্রবাসী খেলোয়াড় ও সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কাতারে ব্রাহ্মণবাড়িয়া ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। রাজধানী দোহার বাণিজ্যিক এলাকা নাজমার আফগান রেস্টুরেন্টে ব্রাহ্মণবাড়িয়া ফ্রেন্ডস ক্লাবের টিম ম্যানেজার তরুণ ব্যবসায়ী মোঃ সোহাগ আহমেদ এর সভাপতিত্বে ও সাংবাদিক আমিন ব্যাপারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির প্রধান উপদেষ্টা বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী নূরে আলম, আবুল বাশার, সিদ্দিকুর রহমান,ফায়জুর রহমান,সোহাগ মিয়া, ইব্রাহীম মিয়া, মাহফুজুর রহমান,ওলি উল্লাহ,রোমান মিয়া, মোঃ রিসান। আরো উপস্থিত ছিলেন দলের ক্যাপ্টেন আসিফ আহমেদ, ভাইস ক্যাপ্টেন হাবিবুর রহমান হাবিব। ব্রাহ্মণবাড়িয়া ফ্রেন্ডস ক্লাব টিমের অন্যান্য খেলোয়াড়রা হলেন,বোরহান উদ্দিন, শাহিন আহমেদ মোল্লা, সাইফুল ইসলাম, আব্দুল মুমিন, ওয়াসিম,আল আমিন, জাবেদ আহমেদ জয়, এনামুল হক,আরিফ মিয়া, মুজাহিদুল রহমান, মোঃ হাসান, মেহেদী হাসান হিমেলসহ ব্রাহ্মণবাড়িয়া ফ্রেন্ডস ক্লাবের বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, প্রবাসে কর্মব্যস্ত জীবনে শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই।তাই দেশের সুনাম অক্ষুন্ন রেখে বিদেশের মাটিতে খেলাধুলার মাধ্যমে তরুনদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান অতিথিরা। তাছাড়া ২০২২ সালে কাতারে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে খেলাধুলা প্রতি প্রবাসীদের উম্মাদনা আরো কয়েকগুণ বেড়ে গেছে।

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button