
জেলা সংবাদ
নবীনগরে একশত বিধবাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
প্রবাসীকাল ডেস্ক:
গতকাল ১০ মার্চ-২০২২ ইং, বৃহস্পতিবার বিশিষ্ট সমাজ সেবক, দানবির,আমেরিকান নাগরীক আলহাজ্ব মতিন ভুইয়া (সিপিএ)র পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জাফরপুর আব্দুল হাই ভুইয়া টেকনিক্যাল ইনস্টিটিউট প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ১০০ বিধবা নারীর মাঝে ২o কেজি চাল, ৩ কেজি ডাল ও ২লিটার করে সোয়াবিন তেল বিতরণ করা হয়েছে। উক্ত বিতরণ কার্যক্রম পরিচালনা করেন তরুণ আলেম হাফেজ মাওলানা মোঃ সানাউল্লাহ।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজারে যখন আগুন, এই এই দুঃসময়ে অসহায় এই মানুষগুলো এই মানবিক খাদ্যসহায়তা পেয়ে অত্যন্ত আনন্দিত। এযেন তাদের জন্য এক পরম পাওয়া।উপজেলার বিধবা নারীদের মাঝে এই খাদ্য সহায়তা চলমান থাকবে বলে জানিয়েছেন হাফেজ মাওলানা ছানাউল্লা।
এভাবেই প্রতিনিয়ত অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে, তাদের দুঃখ লাগবে সহায়তা করে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গর্বিত সন্তান আমেরিকান নাগরিক জনাব আব্দুল মতিন ভুইয়া।