প্রবাসের খবর

রিয়াদ জমিয়ত নেতা মাওলানা আব্দুল মুকসিত সংবর্ধিত

আরিফ রব্বানী

গতকাল ১৯ ফেব্রুয়ারি বাদ এশা রিয়াদের হাইয়াস সাহাফায় জমিয়তে উলামায়ে ইসলাম রিয়াদ মহানগরীর সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাওলানা আব্দুল মুকসিত বাংলাদেশ কেন্দ্রীয় জমিয়তের কাউন্সিলে নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় রিয়াদ জমিয়তের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে যুগ্ম সেক্রেটারী মাওলানা আলীনূরের পরিচালনায় এতে সংবর্ধনা অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল মুকসিত বলেন, আমরা রিয়াদে দীর্ঘদিন ধরে জমিয়তের কাজকে অত্যন্ত সচ্ছতার সাথে করে যাচ্ছি বিধায় আজ কেন্দ্রীয় মুরুব্বিগন আমাকে মূল্যায়ন করেননি বরং রিয়াদ কমিটিকে মূল্যায়ন করেছেন। এতে আমাদের কাজের স্পীড আরো বহুগুন বেড়ে গেলো। এখন থেকে দ্বীনী কাজগুলোকে আমরা আরো সুচারুভাবে পালন করবো। এ সময় তিনি বাংলাদেশের জমিয়ত নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিশিষ্ট সংগীত শিল্পী ও রিয়াদ জমিয়ত নেতা ক্বারী মাওলানা আরিফ রব্বানীর সূচিত তিলাওয়াতে এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা মোবারক উল্লাহ, যুগ্ম সেক্রেটারী মাওলানা জুবায়ের আহমদ, রিয়াদ জমিয়ত নেতা মাওলানা আরিফ রব্বানী, মাওলানা নূর হুসাইন, মাওলানা মাহফুজুর রহমান ইয়ামিন, মাওলানা সাদিকুর রহমান, হাফিজ শাহাবুদ্দীন, এনাম চৌধুরী, ইমাম হুসেন, সারোয়ার হুসাইন, আব্দুল্লাহ আল মাসউদ, মোহাম্মদ আলমপ্রমুখ নেতৃবৃন্দ।

সংগঠনের সহ-সভাপতি মাওলানা মোবারক উল্লাহ সাহেবের দোয়া ও রাতের আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button