প্রবাসের খবর

মাওলানা হাবিবুর রহমান মৃত্যুতে অস্ট্রেলিয়া প্রবাসী জাহিদের শোক প্রকাশ

মোঃ জুমান হোসেন অস্ট্রেলিয়া থেকে।

মাওলানা হাবিবুর রহমান মৃত্যুতে  শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী জাহিদ।

জকিগন্জ উপজেলার ৫নং সদর ইউনিয়ন,রারাই নিবাসী, আরব আমিরাতের সাবেক বিচারপতি,জকিগন্জ ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল,বৃহত্তর সিলেট তথা আমাদের জকিগঞ্জের গর্ব,আলেম সমাজের এক উজ্জল নক্ষত্র,হাজারো আলেম উলামার উস্তাদ,মুহতারাম হযরত মাওলানা হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেব হুজুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জকিগন্জের কৃতি সন্তান সমাজ সেবক ও শিক্ষানুরাগী অস্ট্রেলিয়া প্রবাসী জাহিদে । তিনি মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের নিকট উনার মাগফিরাত ও জান্নাত প্রার্থনা করেন।

উল্লেখ্য:  প্রখ্যাত ও প্রবীণ শায়খুল হাদিস আল্লামা হাবিবুর রহমান সাহেব  সিলেটের জকিগঞ্জ থানার কৃতি সন্তান এই বয়োবৃদ্ধ আলেমে দ্বীন জীবনের সিংহভাগ সময়ই কাটিয়ে দিয়েছেন হাদিসের অধ্যাপনায়। কালিগঞ্জস্থ ইছামতী আলিয়া মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন জীবনের দীর্ঘ এক সময়।

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button