জাতীয়

বিমানবন্দরে ডা. মুরাদ, আজ রাতেই দেশ ছাড়ছেন

অনলাইন ডেস্ক:

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান রাতেই দেশ ছাড়ছেন। আজ রাত ৯ টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন বলে গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, রাত ১১টা ২৪ মিনিটে কাতার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উঠবেন তিনি। ওই ফ্লাইটটি দুবাই হয়ে কানাডার টরেন্টো যাবে।
ডা. মুরাদ দেশ ছাড়ছেন সকাল থেকেই এমন গুঞ্জন ছিল। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, মুরাদ দেশে থাকবেন না বিদেশে যাবেন এটি তার ব্যাপার। এরপরই পরিষ্কার হয় ডা. মুরাদের বিদেশ যাত্রায় কোনো বাধা নেই।

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button