জাতীয়

‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করলেন ডা. মুরাদ

অনলাইন ডেস্ক:

ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ডা. মুরাদ হাসান।

অশালীন বক্তব্যের কারণে পদত্যাগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর নিজ দপ্তরে আজ দুপুরে পদত্যাগপত্র পাঠান তিনি।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, পদত্যাগপত্রে তিনি ‘ব্যক্তিগত কারণের’ কথা উল্লেখ করেছেন।

এর আগে মুরাদ হাসানকে আজ মঙ্গলবারের মধ্যে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানান সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button