প্রবাসের খবর

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গণসমাবেশ করেছে কাতার বিএনপি

আমিনুল হক কাজল:দোহা কাতার থেকে।
 বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গণসমাবেশ করেছে কাতার বিএনপি। ইভেনিং স্পাইস রেস্টুরেন্টে কাতার বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাজলের সঞ্চলনায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি এ,কে,এম, আমিনুল হক। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ মাওলানা নুরে আলম জাহাঙ্গীর।
এতে প্রধান বক্তা ছিলেন কাতার বিএনপি সাধারণ সম্পাদক মধ্যপ্রাচ্য স্বাধীনতা সুবর্নজন্তয়ী উদযাপন কমিটির সদস্য সচিব শরিফুল হক সাজু। বক্তব্য রাখেন কাতার বিএনপির সহ-সভাপতি ও অনুষ্ঠানের আহবায়ক ইসমাইল মনছুর, সহ-সভাপতি ইউসুফ সিকদার,সহ-সভাপতি আব্বাস উদ্দীন সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, আবদুর রহিম, ক্রীড়া সম্পাদক রিয়াজ উদ্দীন, তথ্য ও গবেষণা সম্পাদক ফণী ভূষণ দাশ, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মাইনুউদ্দীন,সমাজ কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন সাজু, মামুরা শাখার সভাপতি ফজল কবির, ফিরোজ আবদুল আজিজ শাখার সাধারণ সম্পাদক জাকারিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতার এর উপদেষ্টা আলমগীর হোসেন, সহ-সভাপতি কামাল হোসেন, রোমেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মামুন,যুবদলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুমন, বিএনপির নেতা রফিক খান,আলাউদ্দীন আজাদ, লিমন ভূইয়া,জোবায়ের আসিফ, রহিম বাদশা, তারিকুল ইসলাম শাহাদত, মোঃ খোকন,মোঃজাবেদ, তৌসিক মোঃ পারভেজ, কামাল হোসেন,মোস্তাফা কামাল। অনুষ্ঠানের শেষপর্বে বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি আমিনুল হক।

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button