
কুরআন আমার ভালোবাসা স্মারকের মোড়ক উন্মোচন
প্রবাসীকাল নিউজ
নবীনগরের আলেম সমাজ অনলাইন গ্রুপের ব্যাবস্থাপনায় অনলাইন কুরআন তেলাওয়াত প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও কুরআন আমার ভালোবাসা স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়েছে স্থানীয় আয়েশা আমজাদ টাওয়ারে।১১ নভেম্বর বৃহস্পতিবার বাদ জোহর হাফেজ মাওলানা মুসা সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপুর্ন নসীহত প্রদান করেন মাওলানা মুফতি শহীদুল হক,মাওলানা মোহাম্মাদ আলী,মাওলানা মুশাহিদ আলী,মাওলানা লোকমান হাকীম,মুফতি বেলায়েতুল্লাহ্,মাওলানা শফিক আজিজ, মাওলানা রায়হান উদ্দিন,মাওলানা মুখতার আহমাদ আমিনী,মাওলানা আবু সালেহ ও মাওলানা আব্দুল্লাহ্ প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনির।মাওলানা আজিজুল হক রহমানী ও মাওলানা আব্দুল্লাহ্ আল মামুনের যৌথ উপস্থাপনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।নবীনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দর্শকে কানায় কানায় পুর্ন হয় হলরুম।ছোট ছোট ছেলেদের কুরআন তেলাওয়াত আর ইসলামী সঙ্গীত পরিবেশনা মুগ্ধ হয়ে শুনেন আগত দর্শক-শ্রোতা।
আমন্ত্রিত ওলামায়ে কেরাম কুরআনের ফজিলত-মর্যাদা ও এর মহত্ব তুলে ধরেন অনুষ্ঠানে, এবং সুন্দর এই আয়োজনের ভুয়সী প্রশংসা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আলেম সমাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে বলেন সারা দেশের মধ্যে নবীনগরের আলেম সমাজ সামপ্রদায়িক সম্পৃতির এক সুন্দর নজির উপস্থাপন করে প্রশংসিত হয়েছেন।আমাদের এমপি সাহেবের সাথে আলেম সমাজের রয়েছে এক চমৎকার সম্পর্ক।তিনি বলেন কুরআন ও ইসলাম ধর্ম যেন স্কুলেও শিখতে পারে সেই জন্য নবীনগরের ২১০টি স্কুলে আলেম নিয়োগ দেয়া হবে এবং ইতোমধ্যে এর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।আলেম সমাজের এই চমৎকার আয়োজনের জন্য তিনি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে শেষে কুরআন তেলাওয়াত প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে ক্রেষ্ট ও নগদ টাকা প্রদান করা হয়।