
নির্বাচন নিয়ে আমার ভাবনা থেকে কিছু কথা :
দেশে বিরাজ করছে নির্বাচনের আমেজ। ইউ,পি-নির্বাচন কে সামনে রেখে প্রার্থীরা যাচ্চেন ভোদটারদের দুয়ারে দুয়ারে।শোনাচ্ছেন নানা রকম আশার কথা।দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি।নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রার্থীরা দেদারছে বিলাচ্ছেন কাচা টাকা।একটি ওয়ার্ড মেম্বার প্রার্থীরাও নাকি জয়ী হওয়ার বাজেট তৈরি করছেন পনেরো-ষোল লাখ টাকা।জয়ী হতে আরো বেশী খরচ হলেও নাকি সমস্যা নেই।টাকা যাক তবুও জেতা চাই।
ভোটাররাও কম যাননা।ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিচ্ছেন প্রার্থীদের কাছ থেকে,যা কোনটাই কাম্য নয়।
সাধারণ ভোটারদের বুঝতে হবে ইউনিয়ন পরিষদ হচ্ছে সব নাগরিকের বিনা পয়সায় সব ধরনের সেবা পাওয়ার একটি প্রতিষ্ঠান মাত্র,যেখান থেকে সাধারণ মানুষ ন্যায়বিচার পাবেন এবং
সেটা জনপ্রতিনিধিরাই নিয়ন্ত্রণ করবেন ।এটা তো কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় ! যে, এতো টাকা মূলধন খাটাতে হবে ? এতে করে যোগ্যরা হারিয়ে যায়,
ফলে ভালো মানুষগুলো এখন আর নির্বাচনে আসতে চায় না-আসতে পারেনা।
বর্তমান সমাজে টাকা হলেই সে ভালো মানুষ,নির্বাচনে এখন এমনটাই প্রমানিত হচ্ছে।কারন যার যত বেশী টাকা আছে এবং যে যত বেশী টাকা খরচ করছেন অনেক ক্ষেত্রে তারাই বিজয়ী হচ্ছেন। ফলে যোগ্যরা হারিয়ে যাচ্ছেন।সমাজ বঞ্চিত হয় সু-বিচার আর উন্নয়ন থেকে।
এই ভূল ধারনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
যাকে সব সময় কাছে পাবেন-শিক্ষিত ,আদর্শবাদী ও ঘুষ-দুর্নীতি,লুটপাটের বিরুদ্ধে কথা বলতে পারেন,যিনি গরিবের হক সুষম বন্টন করতে পারবেন তাকেই নির্বাচিত করুন ।টাকার কাছে নিজেকে কেউ বিক্রি করবেন না।
আমাদের শপথ হোক কোন টাকার বিনিময়ে নয়,সুবিচার ও উন্নয়নের স্বার্থে সৎ ও যোগ্যদের বিজয়ী করার।
লেখক:আব্দুল্লাহ্ বিন শাহজাহান
মালদ্বীপ প্রতিনিধি:প্রবাসীকাল ডটকম।