প্রবাসের খবর

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল

প্রবাসীকাল ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বরনে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সৌদি আরব ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী বাংলাদেশীরা।

সোমবার স্থানীয় সময় রাত ৯টা ভার্চুয়ালে উক্ত শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সাংবাদিক গোলাম কিবরিয়ার উপস্থাপনায় দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন মোক্তার হোসেন|
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা কনস্যুলেটের শ্রম কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন জহিরুল হক রাজিব, স্বাগত বক্তব্য রাখেন আরটিভি জেদ্দা প্রতিনিধি হানিছ সরকার উজ্জল,জাফর আহমেদ খান,আওলাদ হোসেন,নাইফ বাবু,মুখলেসুর রহমান অভি,সহ আরো অনেকে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গেছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন মাননীয় হায়াত উদ-দৌলা খাঁন জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া দক্ষতার সাথে সেই উদ্ধার অভিযান পরিচালনা করেছেন, দোয়া মাহফিলে নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করেন শাহাদাত হুসাইন।

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button