আর্ন্তজাতিক

আফগানিস্তানে যুদ্ধ শেষ: তালেবান মুখপাত্র

মোহাম্মদ নায়েম আরও বলেন, তালেবান বিচ্ছিন্নভাবে থাকতে চায় না। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়।

তালেবানের ওই মুখপাত্র জানান, কাউকে আক্রমণ করার জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেবে না তালেবান। তারা কারও ক্ষতি চায় না।

মোহাম্মদ নায়েম বলেন, তারা (তালেবান) মনে করে না যে বিদেশি শক্তি আফগানিস্তানে তাদের ব্যর্থ অভিজ্ঞতার পুনরাবৃত্তি করবে।

আফগানিস্তানের শাসনপদ্ধতি ও সরকার গঠনের বিষয়টি খুব শিগগির স্পষ্ট হবে বলে জানান মোহাম্মদ নায়েম।

তালেবানের ওই মুখপাত্র বলেন, শরিয়া আইনের ভেতরে তাঁরা নারী ও সংখ্যালঘুদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। একই কথা মতপ্রকাশের অধিকারের ক্ষেত্রেও প্রযোজ্য।

প্রেসিডেন্ট আশরাফ গনির দেশ ছেড়ে পালানোকে অপ্রত্যাশিত বলে অভিহিত করেন মোহাম্মদ নায়েম। তিনি বলেন, গনির ঘনিষ্ঠজনেরাও এমনটি আশা করেননি।

আফগানিস্তানে তালেবানের হাতে প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারের পতন নিশ্চিত হয়েছে। গতকাল তালেবান যোদ্ধারা রাজধানী কাবুলে প্রবেশের পর দেশ ছাড়েন আশরাফ গনি। দেশটির প্রেসিডেনশিয়াল প্যালেসের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এ পরিস্থিতিতে অন্তর্বর্তী একটি সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আলোচনা শুরু হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button