আর্ন্তজাতিক

বিয়ে করতে ২০০ তরুণ-তরুণীকে টাকা দিলেন সৌদি যুবরাজ

অনলাইন ডেস্ক:

বিয়ে করতে ২০০ তরুণ-তরুণীকে প্রায় সাড়ে আট কোটি টাকা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। খবর আরব নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, এতিম এবং অক্ষম তরুণ-তরুণীদের বিশেষ পরিস্থিতিতে নিজের তহবিল থেকে এই অর্থ দিয়েছেন সালমান।
গত কয়েক বছর ধরে সৌদি আরবে নানা ধরনের পরিবর্তন আনার চেষ্টা করে আলোচনায় এসেছেন যুবরাজ সালমান। নারী অধিকার নিয়ে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছেন।
এর আগে ২০১৯ সালে সালমান একইভাবে ৫২০ মিলিয়ন সৌদি রিয়াল দান করেন। সেবার ২৬ হাজার মানুষকে তহবিলের আওতায় রাখেন তিনি।

পিছিয়ে পড়া ওই মানুষেরা অর্থনৈতিক সচেতনতা বিষয়ক কোর্স করারও সুযোগ পান।

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button