সাক্ষাৎকার

ইসলামী সংস্কৃতি নিয়ে নাশিদশিল্পী ইকবাল মাহমুদের ভাবনা

ইকবাল মাহমুদ,আঈনুদ্দিন আল আজাদ (রহঃ) প্রতিষ্ঠিত জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংঘঠন “কলরব” এর একজন নাশীদ শিল্পী ।
ইতিমধ্যেই তার অসাধারণ নাশীদের মাধ্যমে সাধারণ মানুষদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। ২০০৭ সালে কলরবের প্রতিষ্ঠাতা মরহুম আঈনুদ্দীন আল আজাদ (রহঃ)এর মাধ্যমে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে পা রাখা এই নাশিদ শিল্পী জানালেন তার “নাশিদ শিল্পী” হয়ে উঠার কথা, সফলতার কথা, স্বপ্নের কথা, কর্মপরিকল্পনার কথা।
সাক্ষাৎকার নিয়েছেন, শাহাদাত আল মাহদী।

ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের শুরুটা কীভাবে?

– ২০০৭ সালে ওস্তাদ আব্দুল মঈন এর হাত ধরে কলরব প্রতিষ্ঠাতা ওস্তাদ মরহুম মাওলানা আইনুদ্দীন আল আজাদের মাধ্যমে ইসলামী সঙ্গীতের অগ্রযাত্রা শুরু হয়।

আপনার জন্মস্থান কোথায় এবং বর্তমানে কোথায় থাকেন?

– আমার জন্মস্থান সাতক্ষীরা জেলার, দেবহাটা থানার, পারুলিয়ার গড়িয়াডাঙ্গা গ্রামে। বর্তমানে রাজধানী ঢাকা অবস্থান করছি দীর্ঘ ১১ বছর যাবত।

আপনি কোথায় পড়ালেখা করছেন এবং কোন ক্লাসে?

কবি নজরুল সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান থেকে স্নাতক এবং ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসা থেকে ফাজিল / অনার্স শেষ করেছি।

আপনার একক অ্যালবাম বা একক নাশিদ কতটি? এবং শ্রোতাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন?

– একক এ্যালবাম ৩টি ( শহীদি মরণ চাই, মাদীনা যিয়ারতে যাবো, কবুল করো মোরে ) আলহামদুলিল্লাহ শ্রোতাদের ভালোবাসা শুরু থেকে এখন অবদি সমানভাবে প্রবহমান।

বাবা-মায়ের কাছ থেকে কতটুকু সাপোর্ট পাচ্ছেন?

– মাকে হারিয়েছি ২৪ বছর আগে যখন খুব ছোট ছিলাম এখন আমি ২৫
– বাবার সাপোর্ট সঙ্গীত জগতে সর্বদা ছিলো,

আপনার নতুন নাশীদ নিয়ে কিছু বলেন!

– প্রতিমাসেই আমি নতুন সঙ্গীত রিলিজ করছি তারই ধারাবাহিকতায় এমাসেও থাকবে, সকলকে আমার ব্যক্তিগত ইউটিব চ্যানেল ভিজিট করার আহবান থাকলো, তাহলেই সবাই আমার নতুন সঙ্গীতের আপডেট পাবে।

বর্তমান সমাজে অপসংস্কৃতি রুখতে কতটুকু মনে করেন?

ইসলামী সংস্কৃতির প্রয়োজনীয়তা অপরিসীম। বাঞ্জনীয়।

কলররের প্রতিষ্ঠাতা মরহুম আঈনুদ্দিন আল আজাদ (রহঃ) কে নিয়ে কিছু বলেন

– ওস্তাদকে নিয়ে কিছু বলার নেই, ইসলামী সঙ্গীতের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে দৃষ্টান্ত তিনি তৈরী করে গিয়েছে মানুষ যুগ ‍যুগ ধরে সেটা মনে রাখবে ইনশাআল্লাহ, ওস্তাদকে মহান আল্লাহপাক জান্নাতুল ফিরদাউস নাসীব করুন। আমিন

আপনার ভক্তদের নিয়ে কিছু বলেন
– ভক্তদের উদ্দ্যেশে বলবো, সবসময় ভালো কাজ করুন, পরিবারের প্রতি যত্নবান হোন এবং কলরবকে সাপোর্ট করুন।

আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?

– অনেককিছু,আমি সঙ্গীতশিল্পীর পাশাপাশি একজন ফ্রিল্যান্সার, বাংলাদেশে মাদ্রাসা পড়ুয়া মেধাবী তরুণদের নিয়ে অনেক চিন্তা, তারই ধারাবাহিকতায় আমার প্রথম বড় উদ্যোগ ‘ইতকান’ নামে একটি শিক্ষণীয় অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান আগামী আগস্ট মাসেই চালু হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ সেটা সম্পর্কে খুব দ্রুতই অবগতি লাভ করবে।

<img

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button