আলোকিত মানুষ

ইসলামী সংগীত প্রেমীদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে,মাহফুজুল আলমের সংগীত

নাশিদ শিল্পী মাহফুজুল আলম,ছোটবেলা থেকেই নাশিদ গেয়ে কুড়িয়েছেন দর্শকদের জনপ্রিয়তা।
২০১০ সালে কলরবে কাজ শুরু করেন এবং মায়ের কথা, তোমার বন্ধু উপর তলায় বাসা, স্বয়নে স্বপনে মা সহ বেশ কয়েকটি নাশিদ ছোটবেলায় রিলিজ হয় যা ইসলামী সংগীত প্রেমিদের মনে আজো গেঁথে আছে।
বড় হয়ে ত্রিভুবনের প্রিয় মুহাম্মাদ, হৃদয় মাঝে মালা গাঁথি, আমি চাইনা বাঁচতে, নবী মোর পরশমনি, নাতে রাসুল, প্রিয় বাবাসহ অসংখ্য নাশিদ গেয়ে নিজের সংগীত ক্যারিয়ার উজ্জল করেছেন।
বর্তমানে তিনি কলরবের শিল্পীসহ হলি টিউন স্টুডিওর সাউন্ড ডিজাইনার দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button