
মাহফুজুল আলম।
আঈনুদ্দিন আল আজাদ (রহঃ) প্রতিষ্ঠিত জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন “কলরব” এর একজন নাশীদ শিল্পী ।
ইতিমধ্যেই তার অসাধারণ নাশীদের মাধ্যমে সাধারণ মানুষদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।
কবি নজরুল কলেজে অনার্স ফাইনাল ইয়ার এবং নয়াটোলা কামিল মাদরাসায় কামিল ২য় বর্ষের অধ্যয়নরত।
২০১০ সালে কলরবের প্রতিষ্ঠাতা মরহুম আঈনুদ্দীন আল আজাদ (রহঃ)এর মাধ্যমে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে পা রাখা এই নাশিদ শিল্পী জানালেন তার “নাশীদ শিল্পী” হয়ে উঠার কথা, সফলতার কথা, স্বপ্নের কথা, কর্মপরিকল্পনার কথা।
সাক্ষাৎকার নিয়েছেন, শাহাদাত আল মাহদী।
ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের আপনার শুরুটা কীভাবে?
মাহফুজ : ওস্তাদ আজাদ রহঃ জীবিত অবস্থায় ২০১০ সালে নরসিংদীতে প্রতিযোগিতা দিয়েছিল সেখান থেকে ১ম হয়ে এসেছি কলরবে।
আপনী কোথায় পড়ালেখা করছেন?
মাহফুজ : কবি নজরুল কলেজে অনার্স ফাইনাল ইয়ার এবং নয়াটোলা কামিল মাদরাসায় কামিল ২য় বর্ষে পড়ছি।
আপনার একক অ্যালবাম বা একক নাশিদ কতটি? এবং শ্রোতাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন?
মাহফুজ : আসলে আগে অ্যালবাম ছিল এখনতো অ্যালবাম নেই তবে ৫/৬ টা এলবাম বের হয়েছিল এর মধ্যে প্রথমটি ফিতার ক্যাসেট ছিল।
একক নাশিদ ২০/৩০ টা হবে সম্ভবত।
শ্রোতা/দর্শকদের ভালোবাসা অনেক পেয়েছি আলহামদুলিল্লাহ ,
তাদের চাহিদা অনেক আমার কাছ থেকে কিন্তু আমি সময় করে গান করতে পারিনা ☹️
বাবা-মায়ের কাছ থেকে কতটুকু সাপোর্ট পাচ্ছেন?
মাহফুজ : মা বাবার কাছ থেকে যথেস্ট সাপোর্ট পেয়েছি ছোটবেলা থেকেই । আর মা বাবার দোয়ার কারনেই হয়তো এতো এতো মানুষের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ।
আপনার নতুন নাশীদ নিয়ে কিছু বলুন
মাহফুজ : নতুন বেশ কয়েককটি নাশিদের কাজ চলছে এর মধ্যে আমার ব্যক্তিগত চ্যানেল ( Mahfuz Kalarab ) চ্যানেলটির জন্য একটি ভালে নাশিদ খুব শীঘ্রই পাবেন ইনশা আল্লাহ।
বর্তমান সমাজে অপসংস্কৃতি রুখতে ইসলামী সংস্কৃতির প্রয়োজনীয়তা কতটুকু মনে করেন?
মাহফুজ : বর্তমান সমাজে অপসংস্কৃতি রুখতে ইসলামী সংস্কৃতির কোন বিকল্প নেই বললেই চলে, তবে দিন দিন ইসলামী সংগীতের শ্রোতা বেড়েই চলছে আলহামদুলিল্লাহ, আশা করি সামনে থেকে আরো বাড়বে এবং একসময় মানুষ অপসংস্কৃতি থেকে দুরে সরে যাবে ইনশা আল্লাহ।
কলররের প্রতিষ্ঠাতা মরহুম আঈনুদ্দিন আল আজাদ (রহঃ) কে নিয়ে কিছু বলুন।
মাহফুজ : আমরা কলরব শিল্পীরা এখন যেখানে আছি সবটাই আজাদ ভাইয়ের অবদান। আল্লাহ ওনাকে মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন।
আপনার ভক্তদের নিয়ে কিছু বলুন।
মাহফুজ: ভক্তদের কাছ থেকে শুধু ভালোবাসা আর দোয়া চাই ♥️
ভবিষ্যৎ পরিকল্পনা কী?
মাহফুজ : ভবিষ্যত পরিকল্পনা হচ্ছে যেটাই করি ইসলামী সংগীত সব সময়ই গাওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ ।