
অস্ট্রেলিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন
মোহাম্মাদ জুমান হোসেন:সিডনি থেকে
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক ও আলোচনা সভা ৩০শে মে রবিবার সিডনির লাকেম্বাস্থ স্থানীয় ইউনাইটিং র্চাস হলে স্বাধীনতার সূবর্ন জয়ন্তী উদযাপন কমিটি অস্ট্রেলিয়া মহাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসাবে স্বাধীনতা সূবর্ন জয়ন্তী জাতীয় কমিটির আহ্ববায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী , ইকবাল হাসান মাহমুদ টুকু, স্বাধীনতা সূবর্ন জয়ন্তী জাতীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম,তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক একে এম ওয়াহিদুজ্জামান,আন্তজাতিক বিষয়ক সম্পাদক শামা ওবায়েদ ।
নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী সংক্ষিপ্ত আলোচনা করেন তারা বলেন, জিয়াউর রহমানের জম্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা সন্দেহ।
স্বাধীনতার সূবর্ন জয়ন্তী উদযাপন কমিটি অস্ট্রেলিয়া মহাদেশের আহ্ববায়ক মো.মনিরুল হক জর্জের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল হকের পরিচালনায় দোয়া ও আলোচনা সভায় শুরুতেই স্বাগতম বক্তব্য রাখেন স্বাধীনতার সূবর্ন জয়ন্তী উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম আহ্ববায়ক মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ,অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বাধীনতার সূবর্ন জয়ন্তী উদযাপন কমিটি অস্ট্রেলিয়া মহাদেশের প্রধান উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন,চালস স্টুয়ার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলী আব্দুল্লাহ, যুগ্ম আহ্ববায়ক এ এফ এম তৌহীদুল ইসলাম, উপদেষ্টা আরিফুল হক। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্ববায়ক কুদরত উল্লাহ লিটন ,ফারুক আহম্মেদ খান, ইলিয়াস ,অসিত গোমেজ সহ অসংখ্য নেতৃবৃন্দ।