সাহিত্য

পুরুষ

উম্মে আব্দুল্লাহর কবিতা

পুরুষ।

উম্মে আব্দুল্লাহ।

হে পুরুষ!!
তুমি যুবা,তুমি প্রেমিক,তুমি বটের ছায়া।
বাহিরে তুমি লৌহ প্রাচীর
বক্ষ জুড়ে মায়া।
রোদ ঝড় মেঘে টলোনাকো তুমি,
তুমিযে সাহসী বীর।
তোমাতে জড়ায়ে নারী বেঁচে থাকে
বাঁধে যে সুখের নীড়।
তোমার শক্তি তোমার বুূদ্ধি
দুই নারী সমতুল।
কোমল নারী হয় মায়বিনী
তুমি করনাকো ভুল।
সৌর্য বীর্যে এই ধরাধামে
তোমার কৃত্তি কত।
উঁচু করে শির দুঃখ ঠেল দুরে
জুলুম মিটাও শত।
শত জালিমের তখতে তাউস
উল্টে দিয়েছ তুমি।
সাধনায় তুমি ইবরাহিম আদহাম
বেছে নাও বন ভুমি।

পুরুষ!!
তুমি বাবা,ভাই,ছেলে স্বামী মোর
অহম আমার বুকে।
তোমার পরশে আঁধার টুটে
গৃহে থাকি সবে সুখে।
আজ দেখি হায়!তোমার পতন
কেবলি চারিধার।
নারী ক্ষুধা নিয়ে জুল জুল চোখে
তাকাও যে বারে বার।
অলস, অবস নেশায় বিভোর
বুঁদ হয়ে পরে থাকো।
সাহস শক্তি হারিয়েছো আজি
বুঝিতে পার নাকো।
কোথায় তোমার সেই অহমিকা
ভুবন জয়ি বল?
মেয়ের বাবার টাকা লুটিতে
নিত্য কর ছল।
দায়িত্ব ভুলে তুমি পরে থাক
জুয়ার আড্ডা জুড়ে।
তব জুলুমের বিষাক্ত ছোঁয়ায়
নারীরা রাস্তায় ঘুরে।
কচি শিশু বুকে ইটভাঙ্গে দেখ
সকিনা, কারিমা কত।
নীরব আঁধারে ঝরায় অশ্রু
রাবেয়া, রহিমা শত।
তবু তুমি আজ অন্ধ, লুলা
সমাজের বুকে বোঝা।
তোমার কাঁধের ভুত তাড়াতে
কোথায় পাইব ওঝা।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button