সাহিত্য

নারী

নারী
উম্মে আব্দুল্লাহ্

হে নারী
তুমি অসহায়,অবলা নয়,
নও অন্যের কাঁধের বোঝা।
নও তুমি অভিশপ্ত,ছলনাময়ী
কিংবা সরল সোজা।
সৃষ্টির সেরা মানুষের মাঝে
তুমি নও কাচের চুড়ি।
তোমার বিহনে ধরণী কেমনে
সাজবে পুরাপুরি।
তাই তো কবি বহু দিন আগে
বলেছিল কবিতায়।
সৃষ্টির শোভা নারীর মহিমায়
নর শুধু একা নয়।

হে নারী,
তুমি জানো নাতোমার দাম,
সৃষ্টির ধারা থেমে যাবে,ভুলে যদি তব নাম।
ইতিহাস পড়ো জানতে পারবে
নারী যে নবীর মাতা।
প্রকৃতির সাথে মিশে আছে নারী
পুরুষের মাথার ছাতা।
যত জ্ঞানী গুণী ধরণীর পরে
করেছে বিচরণ।
নারীর স্নেহ,ভালবাসা পেয়ে
সতেজ করেছে মন।।

নারী তুমি,
পারদের মত কর ছল ছল,
হাসির আড়ালে মুছ আঁখি জল।
আগুনে পুড়ে হও অঙ্গার,
বুকে চেপে ধর বেদনার পাথর।
সৃষ্টির তরে স্রষ্টার বিধান,
লঙ্ঘনা কভু,চাওনা যে দান।
নীরব নিথর অভিমানী হয়ে,
ভুলে সব ব্যথা যাও ক্ষয়ে ক্ষয়ে।
মেঘের আড়ালে সূর্য যেমন লুকায় নিরন্তর।
তোমার কীর্তি কেউ না জানুক,যানে সদা সাত্তার।

ঈমানের তরে জীবন বিলাতে
হওনি তুমি পিছু।
খাদিজা আয়শা, ফাতিমা রাবেয়া,
জানো কি তাদের কিছু?????
খালিদ তারিক মাহমুদ আর
আইয়্যুবী দের মত।
ধারণ করেছ গর্ভে তোমার
বাতিল করেছে নত।

নারী!!
গভীর নিশিথে দুটি হাত তুলে
চাও যদি তুমি মাফ।
ডিজিটাল যুগের সব আবিলতা
ধুয়ে মুছে হবে সাফ।
নয়া জমানার কাফেলার লাগি
ঝরাও অশ্রু ফের।
নিদ হীন চোখে স্বপ্ন বুনো
খাওলা খানসা দের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button