
বিমানের টিকেট কেটেও দেশে ফেরা হলো না আমিরাত প্রবাসী সালাউদ্দিনের!
অনলাইন ডেস্ক: বিমানের টিকেট কেটে দেশা যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। কিন্তু ভাগ্য বিড়ম্ভনায় দেশে ফেরার দিনই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সালাউদ্দিন আলমগীর (৩৫)। আমিরাতের আজমান শেখ খলিফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।
আমিরাতে বসবাসরত তার স্বজন জাসেদুল ইসলাম জানান, গত দশ দিন আগে শারীরিকভাবে অসুস্থ থাকায় ২ বার করোনা পরীক্ষা করেন সালাউদ্দিন। দুই বারের ফলাফল ছিল নেগেটিভ। শারীরিক অবস্থার পরিবর্তন না দেখে দেশে ফেরার সিদ্ধান্ত নেন সালাউদ্দিন। বিমানের টিকেটও কিনেছিলেন। ১৯ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১ টার ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ সকালে শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় খলিফা জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
হাসপাতালে পুনরায় করোনা করোনা পজিটিভ ধরা পড়ে এবং চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত ৮টায় তার মৃত্যু হয়। করোনা সনাক্ত হওয়ায় স্থানীয়ভাবে তার লাশ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মরহুম সালাউদ্দিন দীর্ঘ ১৫ বছর আজমানে কর্মরত ছিলেন । তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত এ কে এম শাহাবুদ্দীনের পুত্র। মাত্র একমাস পূর্বে দেশে অবকাশ যাপন শেষে আমিরাতে ফিরেছিলেন সালাউদ্দিন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে রেখে গেছেন।