
প্রবাসে মাতৃভাষার চর্চা নিয়ে কানাডায় ভার্চুয়াল আলোচনা
অনলাইন ডেস্ক: কানাডার ক্যালগেরিতে আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল ‘প্রবাস বাংলা ভয়েস’ এর আয়োজনে প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুলের সঞ্চালনায় ‘প্রবাসে মাতৃভাষার চর্চা ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় প্রধান অতিথি ছিলেন-একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা, প্রধান বক্তা ছিলেন প্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর। স্বাগত বক্তব্য রাখেন কলামিস্ট, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মাহমুদ হাসান।
আলোচনায় বক্তারা প্রবাসে মাতূভাষার চর্চা সুদৃঢ় করতে এবং মাতৃভূমির সাথে পরবর্তী প্রজন্মের মেলবন্ধন তৈরি করতে ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও প্রবাসে বাংলাভাষার প্রসারে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
একুশে পদক বিজয়ী কবি অসীম সাহা আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সর্বস্তরে বিশুদ্ধ বাংলা চর্চার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। ঢাকায় স্থাপিত আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটকে একটি সত্যিকারের গবেষণাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সবাই একযোগে কাজ করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি আরও বলেন, একুশের গৌরবগাঁথায় সমৃদ্ধ হয়েই এগিয়ে যেতে হবে বাঙালি জাতিকে। মাতৃভাষা আর বাংলা সংস্কৃতির অবমাননা কিভাবে জাতীয় প্রগতির অন্তরায় হতে পারে, সে বিষয়েও তিনি বিশদ আলোচনা করেন। মানসম্পন্ন গবেষণা কর্মের মাধ্যমে বাংলা ভাষার আন্তর্জাতিক মান বজায় রাখতে তিনি সরকার, সংশ্লিষ্ট বিভাগ ও লেখকদের প্রতি আহবান জানান।
প্রবাসী সাংবাদিক এবং নতুনদেশ পত্রিকার প্রধান সম্পাদক শওগাত আলী সাগর তার বক্তব্যে প্রবাসে বাংলা চর্চার গুরুত্ব তুলে ধরে মাতৃভূমির সাথে পরবর্তী প্রজন্মের সেতুবন্ধন তৈরিতে গুরুত্বারোপ করেন। বিদেশে আরও বেশি বাংলা গণমাধ্যমের বিস্তৃতি কামনা করে তিনি বলেন, পরবর্তী প্রজন্ম যেন এসব গণমাধ্যমের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে পারে সে ব্যাপারে এখন থেকেই সবার সচেষ্ট হওয়া উচিত। একুশের চেতনা, ইতিহাস আর সংস্কৃতিকে সযত্নে লালন করে কিভাবে একটি সুন্দর ভবিষ্যত প্রজন্ম গড়ে উঠতে পারে সে বিষয়েও আলোচনা করেন।
কলামিস্ট, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান আলোচনার পটভূমি ও বিষয়বস্তুর সার সংক্ষেপ উপস্থাপন করেন।
বাংলাদেশ কানাডা এসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল্লা রফিক বলেন, একুশের চেতনা অবিনশ্বর, যা আমাদের বাঙালি জাতিসত্ত্বার অবিচ্ছেদ্য অংশ, যা বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার অনুপ্রেরণা।