প্রবাসের খবর

প্রবাসী নারীকর্মী হত্যায় সৌদি গৃহকর্ত্রীর মৃত্যুদণ্ড

বাংলাদেশী গৃহকর্মী হত্যায় এক সৌদি গৃহকর্ত্রীর মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আদালত। নিহত প্রবাসী বাংলাদেশী গৃহকর্মীর নাম আবিরন বেগম।
মৃত্যুদণ্ড প্রাপ্ত সেই সৌদি গৃহকর্ত্রীর নাম আয়েশা আল জিজানি। তার বিরুদ্ধে আবিরন বেগমকে হত্যা করার সকল প্রমাণ পেয়েছে আদালত।গত(১৪ ফেব্রুয়ারি) আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করে।

এছাড়া আল জিজানির স্বামী গৃহকর্তা বাসেম সালেমকে মোট ৩ বছর ২ মাস কারাদণ্ড ও ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে আলাদা আলাদা অভিযোগে।বাসেমের বিরুদ্ধে আবিরন বেগমকে বিভিন্ন জায়গায় অনুমোদন ছাড়া কাজে পাঠানো,চিকিৎসার ব্যাবস্থা না করা ইত্যাদি অভিযোগ রয়েছে।

এছাড়া এই পরিবারের কিশোরপুত্রকে ৭ মাসের জন্য কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

তার বিরুদ্ধে আবিরন বেগমকে নানাভাবে হয়রাণী করার অভিযোগ রয়েছে।উল্লেখ্য যে ২০১৯ সালের ২৪ মার্চ সৌদি আরবের রাজধানী রিয়াদের আজিজিয়ায় সৌদি গৃহকর্ত্রীর নির্যাতনে নিহত হন বাংলাদেশি গৃহকর্মী আবিরন বেগম নিহত হয়েছিলেন।

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button